Job News: New recruitment in state police, chief minister gave happy news before puja


New recruitment in state police, chief minister gave happy news before puja



পুজোর আগে ফের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। আজ নবান্ন সভাঘর থেকে রাজ্য পুলিশে নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর রাজ্যে পুলিশ নিয়োগের কথা জানিয়েছেন তিনি। পূজার আগেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। আগামী সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মোট ১২০০০ পদে পুলিশ নিয়োগ হবে বলে জানানো হয়েছে।  তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

advertisement
advertisement



রাজ্য পুলিশের মাঝেমধ্যে শূন্য পদগুলি পূরণের জন্য সরকার বিজ্ঞপ্তি জারি করে। তার পর নিয়ম মেনে নিয়োগ সম্পূর্ণ হয়। এবার পুজোর ঠিক আগে নতুন নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাতে স্বাভাবিকভাবেই খুশি আগ্রহী প্রার্থীরা। 

জানা গিয়েছে, রাজ্যে নিরাপত্তার জন্য একাধিক নতুন থানা তৈরি হয়েছে। তার জন্য প্রয়োজন আরও বেশি পুলিশকর্মীর। আর তাই প্রয়োজন অনুসারে মাঝেমধ্যেই পুলিশে নিয়োগ করা হয়। এবারও ১২ হাজার নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।