খয়রাশোল ব্লকের বড়রা পঞ্চায়েতে নতুন প্রধান আল্লিনেশা খাতুন
পয়লা আগস্ট শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট পদত্যাগপত্র জমা দেন বড়রা গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সোয়েব আজম । সে নিয়ে এলাকাজুড়ে শুরু হয় নানান গুঞ্জন। যদিও পঞ্চায়েত নির্বাচনে বড়রা গ্রামপঞ্চায়েতের ষোলো আসনের মধ্যে সবকটি আসনেই জয়লাভ করেছিল তৃনমূল । একমাস অতিক্রান্ত হতেই চৌঠা সেপ্টেম্বর বুধবার খয়রাসোল বিডিও প্রতিনিধি তথা প্রিজাইডিং অফিসার হিসেবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পার্থসারথি হালদার বড়রা গ্রামপঞ্চায়েত সভাকক্ষে ১৬ জন সদস্যদের নিয়ে প্রধান নির্বাচনের লক্ষ্যে বসেন । সেখানে প্রাক্তন প্রধান সেখ সোয়েব আজমের প্রস্তাবে এবং পঞ্চায়েত সদস্য সেখ পিয়ারুলের সমর্থনে আল্লিনেশা খাতুনকে প্রধান নির্বাচিত করা হয় ধ্বনি ভোটের মাধ্যমে ।
প্রধান নির্বাচন ঘিরে এলাকায় টানটান উত্তেজনা থাকায় কাঁকরতলা থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয় । দলীয় কর্মী সমর্থকরা এদিন নবনির্বাচিত প্রধানকে পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরন করে মিষ্টিমুখ করানো হয় । প্রধানের দায়িত্ব পাওয়া তথা চেয়ারে বসার পর প্রধান হিসেবে আল্লিনেশা খাতুন বলেন "প্রথমেই বড়রা পঞ্চায়েত এলাকাবাসীদের শুভেচ্ছা জানাই । প্রধানের দায়িত্ব পেয়ে আনন্দবোধ হচ্ছে এরপর যে দায়িত্ব কাঁধে দেওয়া হয়েছে তা আগামী দিনে জনগণের মধ্যে পরিষেবা প্রদান করার মধ্য দিয়ে তাদের পাশে সর্বক্ষণ থাকবো বলে অঙ্গীকার করছি ।"
নবনির্বাচিত প্রধানকে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে । রাজ্য তৃণমূল যুব সভাপতি দেবব্রত সাহা,রাজ্য মহিলা তৃণমূল সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর,খয়রাসোল ব্লক তৃণমূল কোরকমিটি যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হককাদেরী ও কাঞ্চন দে,ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল,প্রান্তিকা চ্যাটার্জী,রুনু সিংহ,কেনিজ রাশেদ,কামেলা বিবি প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊