অভিনব 'সম্মাননা জ্ঞাপন', ৩০ বছর পর স্কুলে হাজির প্রাক্তন ছাত্র ও প্রাক্তন শিক্ষকরা
মালদা:-
তিন দশক পরে স্কুলে হাজির প্রাক্তন ছাত্ররা। তাঁদের আমন্ত্রণে স্কুলে হাজির দীর্ঘদিন আগে অবসর নেওয়া প্রাক্তন শিক্ষকেরাও। শিক্ষকদের অভিনব 'সম্মাননা জ্ঞাপন' অনুষ্ঠান মালদায়। অভিনব ভাবে শিক্ষক দিবস পালন মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ে। অনন্য এক ভাবনা নিয়ে মালদহে শিক্ষক দিবস পালন করলেন এই স্কুলের ১৯৯৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ শিক্ষা দপ্তরের একাধিক পদস্থ আধিকারিক। স্কুলের বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্ররা।
উদ্যোক্তারা জানান, স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর পেরিয়ে গিয়েছে ৩০ বছর। এতদিন নিজেদের মধ্যেই সেভাবে যোগাযোগ ছিল না। দিন কয়েক আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বন্ধুদের একত্রিত হওয়া শুরু। এরপর শিক্ষক দিবসে শিক্ষাগুরুদের সংবর্ধনা ও সম্মাননার ভাবনা। তুলে দেওয়া হয় উত্তরীয়, শাল, গাছের চারা, মানপত্র, উপহার, মিষ্টি।
নিজেরাও স্কুল থেকে অবসর নিয়েছেন বহু বছর। হঠাৎ করেই স্নেহের ছাত্রদের আমন্ত্রণ আর এভাবে সম্বর্ধনা জ্ঞাপনে অভিভূত প্রাক্তন শিক্ষকেরাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊