দাঁতের যত্ন ও চিকিৎসার সচেতনতায় ফ্রি ডেন্টাল চেক আপ মাহি ক্লিনিকে সৌজন্যে Dalcon Drug Pvt Ltd
ফ্রি ডেন্টাল চেক আপ। দিনহাটার বড় আটিয়া বাড়ি এলাকার আঠারো বাকি ছড়া এলাকার মাহি ক্লিনিকে হল ফ্রি ডেন্টাল চেক আপ। আমরা জানি দাঁত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা নিজেরাই দাঁতের অযত্ন করে দাঁতকে নষ্ট করে ফেলি। এমনকি দাঁতের চিকিৎসা নিয়ে কিছু ভুল ভ্রান্তির জন্য আমরা চিকিৎসাতেও অনীহা দেখাই। আর তাই দাঁতের পরিচর্যা ও চিকিৎসাগত সচেতনতা ছড়াতে গত তিন বছর ধরে বিভিন্ন জায়গায় পুরোপুরি বিনামূল্যে দন্ত পরীক্ষার আসর আয়োজন করে চলছেন দিনহাটার দন্ত চিকিৎসক সাহানাজ পারভীন। এদিনের এই ফ্রি ডেন্টাল চেক আপে চিকিৎসক সাহানাজ পারভীনের পাশাপাশি তাঁর স্বামী হাসানুরজ্জামান উপস্থিত ছিলেন তিনিও একজন জন দন্ত চিকিৎসক।
চিকিৎসক সাহানাজ পারভীন জানান, এখনোও গ্রাম গঞ্জের অনেকেই ঠিক মতো দাঁতের চিকিৎসা সম্পর্কে জানেন না। অনেকেই মনে করেন দাঁতে ব্যাথা হলেই বোধ হয় দাঁত তুলে ফেলা হবে। আদৌ সেই ধারনা ঠিক না। দাঁতের বহু রকমের চিকিৎসা আছে। সেবিষয়ে সচেতনতা ছড়ানোর পাশাপাশি দাঁতের যত্নে মানুষের পাশে দাঁড়াতে আমরা এই ক্যাম্প করছি। গত তিন বছর ধরে চলছে। আগামীদিনেও চলবে আশা রাখছি।
এদিন রোগীদের কাছ থেকেও পাওয়া গেল সুন্দর ফিডব্যাক। রোগীরাও খুশি এরকম ফ্রি ক্যাম্প করার জন্য। আগামীদিনে যেন এই ক্যাম্প আরো হয় সেই পক্ষেই সওয়াল করেন রোগীরা। দিনহাটার আঠারো বাকি ছড়া এলাকার মাহি ক্লিনিকে ডেলকন ড্রাগস প্রাইভেট লিমিটেডের সৌজন্যে এই ফ্রি ডেন্টাল ক্যাম্প থেকে যে অনেকেই উপকৃত হয়েছে তা স্পষ্ট। এদিন মাহি ক্লিনিকের কর্ণধার খালেকুল হক জানান, আগামীদিনে অন্যান্য রোগ বিশেষজ্ঞদের নিয়ে এসে স্থানীয়দের উপকার করতে পারলে আরো ভালো লাগবে আর সেদিকে চেষ্টাও করবো। আজ সাহানাজ ম্যাডামে নয় সহযোগিতায় এই ক্যাম্প হচ্ছে আমি তাঁকে অনেক ধন্যবাদ জানাই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊