Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওকড়াবাড়ী জাতীয় তরুন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

ওকড়াবাড়ী জাতীয় তরুন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

Okrabari news


সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ী এলাকার সুপ্রাচীন ক্লাব জাতীয় তরুন সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট। চার দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরেই আয়োজন করে জাতীয় তরুন সংঘ। এছাড়াও ওকড়াবাড়ী বাজার এলাকার এই ক্লাব একাধিক কাজে নিয়োজিত থেকে ওকড়াবাড়ীর মানুষের পাশে থাকে।

এদিনের এই খেলায় অংশগ্রহণ করেছিল বামনহাট যুব সংঘ, ভেটাগুড়ি সাউথ কর্ণার, দিনহাটা এবিপি দল, ওকড়াবাড়ী জাতীয় তরুন সংঘ। এলাকার বিদ্যালয় গুলি থেকে শুরু বাজারের দোকান মালিক থেকে জনসাধারণ সকলের সহযোগিতায় এই খেলাটি অনুষ্ঠিত হয় বলে জানান জাতীয় তরুন সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন।

এদিনের এই অনুষ্ঠানে ৪০-ঊর্ধ্ব প্রাক্তন খেলোয়াড়দের একটি প্রীতি ম্যাচও আয়োজন করা হয়। সেই ম্যাচে অংশগ্রহণ করেছিল জাতীয় তরুণ সংঘ প্রাক্তনী ও ফালাকাটা একাদশ। এদিনের এই খেলা ঘিরে বেশ উন্মাদনা দেখা গিয়েছিল ওকড়াবাড়ীতে। ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের গোষ্ঠ্যপাল প্রাঙ্গন কানায় কানায় ভর্তি ছিল দর্শকে। আগাগোড়াই বলা চলে কোচবিহার জেলার খেলাধুলার কেন্দ্রবিন্দু ওকড়াবাড়ী। এই পুন্যভূমি থেকেই উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মনের নেতৃত্ব রাজ্য থেকে দেশীয় স্তরে খো-খো, কবাডি সহ একাধিক প্রতিযোগিতায় যায়।

এদিন জাতীয় তরুন সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন সহযোগিতা করা সকলকে অসংখ্য ধন্যবাদ জানান পাশাপাশি মোবাইল ছেড়ে বাচ্চাদের মাঠে পাঠানোর আবেদন জানান। এই মাঠেই প্রতিদিন সকাল ও বিকেলে বিনামূল্যে ফুটবলের কোচিং দিয়ে থাকেন ক্লাব সভাপতি তথা প্রাক্তন ফুটবলার তোফাজ্জল হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code