স্বামীকে পরস্ত্রীর সাথে হাতেনাতে ধরে ফেলল গৃহবধূ, স্ত্রী সংসার বেঁধেছে বন্ধুর সাথে, তুলকালাম ধূপগুড়িতে

extra marital affairs



স্ত্রীকে রেখে অন্য এক মহিলার সাথে সংসার পেতে ছিল স্বামী। বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে শুরু হয়েছিল সংসার জীবন। অবশেষে স্বামীকে পর স্ত্রীর সাথে হাতেনাতে ধরে ফেলল গৃহবধূ। স্বামীকে উচিত শিক্ষা দিতে বিছুটি পাতা নিয়ে এসেছিল গৃহবধূ।

রবিবার এমনই এক ঘটনা ঘটল ধূপগুড়িতে। পুলিশ পৌছে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডের সংহতি নগর এলাকায়।

জানা যায় আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকার এক যুবতীর সাথে মাদারিহাটের এক যুবকের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল। প্রায় তিনমাস আগে আচমকায় নিখোঁজ হয়ে যান স্বামী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। চারদিকে স্বামীর খোঁজ চালায় গৃহবধূ।

এদিকে গৃহবধূ জানতে পারে তার স্বামী ধূপগুড়িতে অন্য এক মহিলার সাথে সংসার করছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন নিয়ে ধূপগুড়িতে হাজির হন গৃহবধূ। এরপর সংহতি নগর এলাকায় এক বাড়িতে খোঁজ পান স্বামীর। সেখানে হাতেনাতে স্বামীকে ধরে ফেলেন গৃহবধূ।

অপরদিকে যে মহিলার সাথে সংসার করেছিলেন তার স্বামীকে ঘটনার খবর দেওয়া হয়। মাদারিহাট থেকে ছুটে আসেন ওই মহিলার স্বামী। তিনি এসে দেখেন বন্ধুর সাথে সংসার করছে তার স্ত্রী। এদিকে তিনিও গৃহবধূর নিখোঁজের অভিযোগ দায়ের করেন থানাতে।

মুহূর্তের মধ্যে এলাকায় আশেপাশের মানুষের ভিড় জমে যায়। একজন তার স্বামীকে খুঁজে পান অন্যজন তার স্ত্রীকে খুঁজে পান। এদিকে স্বামীকে পরস্ত্রীর সাথে সংসার করার জন্য উচিত শিক্ষা দিতে গৃহবধূ বিচুটি পাতা নিয়ে আসেন। তিনি স্বামী সহ ওই গৃহবধূর শরীরে বিচুটি পাতা ঘষে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন বলে জানান।

জানা যায় মহিলার স্বামী প্রতিনিয়ত ধূপগুড়ি থেকে মাদারিহাটে যেতেন ইলেকট্রিকশিয়ানের কাজ করতে।কাজ শেষ হতেই ধূপগুড়ি ফিরে আসতেন।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যেহেতু এদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানাতে। সেদিক বিবেচনা করে সংশ্লিষ্ট থানাতে বিষয়টি জানানো হবে।