Latest News

6/recent/ticker-posts

Ad Code

R G Kar Case: ভোর হতে না হতেই সন্দীপ ঘোষের বাড়িতে ইডি অভিযান

R G Kar Case: ভোর হতে না হতেই সন্দীপ ঘোষের বাড়িতে ইডি অভিযান

sandwip ghosh



প্রাক্তন আরজি কর অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সহযোগী বিপ্লব সিংয়ের বাড়িতে ইডি অভিযান । ভোর হতে না হতেই এবার ইডির অভিযান।

আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় হলো আরও এক কেন্দ্রীয় এজেন্সি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এবার ইডি অভিযান । ভোর হতেই বাড়ি ঘিরে ফেললেন জওয়ানরা। ভোর ৬ টা ২৫ থেকে সেখানে অপেক্ষমান ইডির অধিকর্তারা। দরজা কেউ খুলছেনই না। ইডি অধিকর্তাদের সঙ্গে আছে সেন্ট্রাল ফোর্স।

সন্দীপ ঘোষকে এখন গ্রেফতার করেছে সিবিআই। তাই তিনি বাড়িতে নেই। এই ক্ষেত্রে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তার বাড়ির দরজা খোলেনি এখনও।

অন্যদিকে হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতেও তল্লাশি অভিযান করছে ইডি। জানাগেছে বিপ্লবের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বিপ্লব-ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা দিয়েছে ইডি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code