মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলেই উঠবে কর্মবিরতি, বিচার না মেলা পর্যন্ত চলবে আন্দোলন

Doctors Protest



জুনিয়র ডাক্তারদের টানা ৩৭দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। কয়েকবারের প্রচেষ্টার পর শেষমেষ বৈঠক হল মুখ্যমন্ত্রী ও জুনিয়ার ডাক্তারদের। আর সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়ার ঘোষনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর দাবি মেনে নিয়েছে সরকার। আর তারপরেই স্বাস্থ্য ভবনের সামনে উল্লাস।

এ প্রসঙ্গে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ বলেন, 'এই যে আন্দোলন আমরা করছি, বৈঠকে গিয়েছি, এখানে আসল যুদ্ধটা করেছেন আপনারাই। আমাদের শিরদাঁড়া সোজা রেখে ওখানে পাঠিয়েছেন আপনারাই। এই অবস্থান, বিপ্লব, প্রতিবাদকে আমার প্রণাম। আমরা প্রথম দিন থেকেই বলে এসেছিলাম স্বচ্ছ্তা নিয়ে তা এদিনকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী। সেই সত্যর জায়গা থেকেই সরকার বাধ্য হয়েছে দাবি মানতে। এখনও সব দাবি মানা হয়নি। অনেক কিছু মেনেছেন। এখনও কোনও অর্ডার বেরোয়নি। যতক্ষণ না অর্ডার বেরচ্ছে ততদিন এই লড়াই চলছে, চলবে। "


তিনি আরো বলেন, "ভুলে গেলে চলবে না, যে অভয়ার সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিচার চাই। সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে মঙ্গলবার। আমাদের চোখ সেদিকেও থাকবে। আমরা কিন্তু কোনও আপস করতে আসিনি। আমরা বিচার চাই। সেই দাবিতে এই আন্দোলন, এই লড়াই, সংগ্রাম চলছে, চলবে'।