West Bengal Talent search Examination- 2024 অনুষ্ঠিত হল মেখলিগঞ্জে
W.B.T.S Exam-2024 অনুষ্ঠিত হল ভোটবাড়ি সিতাইনাথ হাই স্কুলে। প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী আজকের এই পরিক্ষায় অংশগ্রহণ করেন।পরিক্ষা শুরু হয় বেলা 11 টার সময় এবং শেষ হয় বিকেল 2টার সময়। পরিক্ষা পরিচালনা করেন নব পরিবর্তন ধারা নামক একটি সরকার স্বীকৃতি সংস্থা।
সংস্থার চিফ অর্গানাইজার গণেশ চন্দ্র রায় বলেন, "আমাদের এই পরিক্ষা নেওয়ার উদ্দেশ্যে হল আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে সহায়ক ভুমিকা পালন করে।ছাত্রছাত্রীদের পরিক্ষা সংক্রান্ত ভয়ভীতি দূর করিয়ে তাদের মানসিক বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য। পরীক্ষা OMR Sheet এ নেওয়া হয়।"
গণেশবাবু আরও বলেন, "শিশুদের সাবলীল হওয়া, অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, অনেকের মাঝে নিজের মেধা-র পরিক্ষা ও বিকাশ ঘটানোর ক্ষেত্রে এই পরিক্ষার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊