নার্সিং পরীক্ষায় উদ্ধার বারো মোবাইল
গোপনাঙ্গে লুকনো মোবাইল! সিউড়ি বেনীমাধব ইনস্টিটিউট স্কুলে নার্সিং পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরে তল্লাশি চালাতেই পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার বারোটি মোবাইল। ‘এএনএম’ ও ‘জিএনএম’ নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়ে মোবাইল ব্যবহারের অভিযোগে ধরা পড়লো পরীক্ষার্থীরা রবিবার সিউড়িতে বেনীমাধব ইনস্টিটিউশনে । একটি পরীক্ষাকেন্দ্র থেকে উদ্ধার হয় বারোটি মোবাইল ।
সিউড়ির ওই স্কুলে মালদা থেকে পরীক্ষা দিতে এসেছিল বেশ কয়েকজন পরীক্ষার্থী । পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে প্রথম পর্যায়ে যে পরীক্ষা হয় তাতে সেভাবে কিছু নজরে পড়েনি কর্তৃপক্ষের তবে পরীক্ষা শুরু হওয়ার পর বেশ কয়েকজনকে দেখে সন্দেহ হয় শিক্ষকের তখন দায়িত্বে থাকা এক মহিলা পুলিশকে ডেকে ফের তল্লাশি চালানো হয় পরীক্ষার্থীদের। আর তাতেই উদ্ধার মোবাইল।
স্কুলের প্রধান শিক্ষক সুজয়কুমার চট্টোপাধ্যায় বলেন, ‘দ্বিতীয় দফায় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর দেখা যায় কেউ হিল চটির নীচের অংশ কেটে তার ভেতরে মোবাইল ঢুকিয়ে এনেছে কেউ শরীরের নানা জায়গায় গোপনাঙ্গেও মোবাইল লুকিয়ে এনেছে । সবকটি ফোন কি-প্যাড ফোন ।"
প্রসঙ্গত ৫ই আগস্ট গোটা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অধীনে এএনএম ও জিএনএম -এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা। বেলা ১২টা থেকে ১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পরীক্ষা
0 মন্তব্যসমূহ
thanks