WBCS পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত WBPSC-র


Job Update


West Bengal Civil Services পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল West Bengal Public Service Commission । West Bengal Public Service Commission এর ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে West Bengal Civil Services (Exe) পরীক্ষার Preliminary Examination। তার আগে West Bengal Public Service Commission জানিয়ে দিল সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। এবছর পুরোনো সিলেবাসেই হবে পরীক্ষা।


WBPSC বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "15.03.2023 তারিখের বিজ্ঞপ্তি নং 361- PAR(WBCS)/1D-179/21 এবং 24.07.2024 এর পরিপ্রেক্ষিতে এর পরবর্তী সংশোধনী বিজ্ঞপ্তি নং 1060-PAR (WBCS)/1D179/21 তারিখ অনুসারে উল্লিখিত পরীক্ষার জন্য নতুন প্যাটার্ন এবং সিলেবাস পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষা, 2025 থেকে এবং এর থেকে কার্যকর হবে।"


২০২৫ সাল থেকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী হবে। জানা যাচ্ছে ২০২৪-র পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষা প্রীলিমিনারি ও মেন উভয় পরীক্ষা পুরোনো সিলেবাসেই হবে। তবে ২০২৫ হবে নতুন নিয়মে ও নতুন সিলেবাসে। তাই সময়মতো কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।