Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রেফতার সোশ্যাল মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভ

গ্রেফতার সোশ্যাল মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভ

Telegram CEO



গ্রেফতার সোশ্যাল মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। এএফপি সূত্রের খবর, টেলিগ্রাম সংক্রান্ত একাধিক অভিযোগের কারণে তাঁকে প্যারিসের কাছে একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ।


NDTV সূত্রে জানা গেছে ফরাসি-রুশ বিজনেস টাইকুন পাভেল দুরভকে প্যারিসের কাছে Le Bourget বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর নাবালকদের বিরুদ্ধে হওয়া হিংসা রুখতে কাজ করে ফ্রান্সের OFMIN,তারাই দুরভের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। 



প্রতারণা, ড্রাগ পাচার, সাইবার বুলিং, সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদের প্রচার-সহ একাধিক অভিযোগ সংক্রান্ত তদন্তে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয় বলে সূত্রের দাবি। 


৩৯‌বছর বয়সী পাভেল দুরভের জন্ম রাশিয়ায়। টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মালিক। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, উইচ্যাটের প্রতিযোগী এই মেসেজিং সার্ভিস অ্যাপ। যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এই অ্যাপের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code