Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তপ্ত পশ্চিম এশিয়া, লেবাননে হামলা ইজরায়েলের

উত্তপ্ত পশ্চিম এশিয়া, লেবাননে হামলা ইজরায়েলের

Lebanon Israel war
Photo Curiosity: NDTV


উত্তপ্ত পশ্চিম এশিয়া। এবার লেবাননে হামলা ইজরায়েলের। সকাল থেকে বোমা গুলির শব্দ। একসঙ্গে ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। পাল্টা জবাব দিয়েছে লেবাননের হেজবোল্লাও। ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ১৫০টি ড্রোন হামলার কথাও জানা যাচ্ছে। ইতিমধ্যে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত দেশে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি।


ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত বলেন, "ইজরায়েলি নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই লেবানন থেকে হামলার জবাব দিয়েছি আমরা। বেইরুটের দিকে নজর রাখছি আমরা। যা করণীয় তা করে ছাড়ব।"


এই হামলাকে 'আত্মরক্ষার' তাগিদ বলে উল্লেখ করেছে ইজরায়েল। ইজরায়েলি সেনার মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হগরি জানিয়েছেন, হামলার আগে সতর্ক করেছিলেন তাঁরা, যাতে ওই এলাকা খালি করে দেওয়া হয়। এর পরই হামলা চালানো হয়। এই মুহূর্তে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। কোনও বিমান উড়ছেও না, অবতরণও করছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code