মহিলা T20 বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা BCCI-র
৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women's T20 World Cup 2024)। দুবাইয়ে আয়োজিত এই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিসিআই। ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই-র তরফে ঘোষিত ১৫ জনের দলের নেতৃত্বে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।
প্রাথমিকভাবে বাংলাদেশে বিশ্বকাপের আসর বসায় কথা থাকলেও বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপর বিবেচনা করে টুর্নামেন্ট আমিরশাহিতে আয়োজন করার কথা ঘোষণা করা হয়। ৩ অক্টোবর থেকে শুরু সেই বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে ২০ অক্টোবর।
১৫ জনের দলে সহ অধিনায়ক স্মৃতি মন্ধানার ওপেনিংয়ে সঙ্গে থাকবেন শেফালি বর্মা। সেই সঙ্গে দলে রয়েছেন দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যষ্টিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ, দয়ালান হেমালতা, আশা সোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং সজনা সাজিবন। তবে যষ্টিকা এবং শ্রেয়াঙ্কা পুরোপুরি সুস্থ না হওয়ায় বদলির সম্ভাবনা রয়েছে। রিজার্ভ দলে রয়েছেন উমা ছেত্রী (উইকেটরক্ষক), তনুজা কানওয়ার এবং সাইমা ঠাকর।
0 মন্তব্যসমূহ
thanks