কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিয়ে সেমিনার শ্রীপৎ সিং কলেজে

Sripath Singh College


Women’s Equality Day উপলক্ষে শ্রীপৎ সিং কলেজ Women Cell & IQAC এবং Jabala Action Reserch Organisation সহযোগিতায় আজ অর্থাৎ ২৭ আগস্ট ২০২৪ এক দিবসীয় রাজ্য স্তরের আলোচনা সভার আয়োজন করেছিল। সেমিনারের বিষয় ছিল "কর্মক্ষেত্রে নারী সুরক্ষা "।

অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীদের 'মুক্ত করো ভয়' সমবেত সংগীত পরিবেশন করে। স্বাগত ভাষণ দেন কলেজের প্রিন্সিপাল স্যার অধ্যাপক ড. কমলকৃষ্ণ সরকার মহাশয়। এরপর ওমেন সেলের কনভেনর ড. সুচেতা মুখার্জি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. আবদুল কাদের আহমেদ, IQAC কো-অর্ডিনেটর অধ্যাপক ড. সাগর সিমলান্দি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক রিমি মুৎসুদ্দি।

Jabala Action Research Organisation পক্ষ থেকে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনুজা দাস, জানাব সিরাজুল ইসলাম, নন্দিতা পাল। কবি ও কথাসাহিত্যিক রিমি মুৎসুদ্দি তাঁর বক্তব্যে বিশ্বসাহিত্য সহ বাংলা সাহিত্যের বিবিধ উদাহরণ দিয়ে বাস্তব সমাজে নারী সুরক্ষা তথা কর্মক্ষেত্রে নারী সুরক্ষা বিষয়টি নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন।

Jabala Action Research Organisation পক্ষ থেকে সিরাজুল ইসলাম, অনুজা দাস ও নন্দিতা পাল তিনজনে একত্রে পাওয়ার পয়েন্ট উপস্থাপন মধ্যে দিয়ে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ সমস্যা, পণ প্রথা, নারী পাচার ও অপরাধকর্ম, শিশুদের শিক্ষার ব্যবস্থা, নারীদের অধিকার সচেতনতা এবং সাইবার ক্রাইম বিষয়ে সাবধানতাজনিত দিকগুলি নিয়ে বিস্তারিত তথ্য, যুক্তি এবং পর্যালোচনার মধ্যে দিয়ে সচেতন হতে বলেন।

অনুষ্ঠানের শেষে এই সংস্থা একটি পাঁচ মিনিটের সিনেমা দেখান, যেখানে বাল্যবিবাহ দোষ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ওমেন সেলের কনভেনর অধ্যাপক ড. সুচেতা মুখার্জি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক তন্ময় মালাকার।