আর জি কর কান্ড নিয়ে দিনহাটায় মেয়েদের মিছিল ঘিরে উত্তেজনা
কলকাতা আর জি কর হাসপাতালের ঘটনার বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক এবং সাধারণ মেয়েদের মিছিল নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে।
সাধারণ মেয়েদের দাবি তারা মিছিল করতে এলে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাদের মিলিতভাবে বাঁধা দেয়। তারা বলেন, "আমরা ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল প্রত্যেকে, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে এই বার্তা দিতে চাই যে এই মুহূর্তে দিনহাটা শহরে নিজেদের নূন্যতম মত প্রকাশের স্বাধীনতা নেই। নারীদের অধিকার রক্ষার ন্যূনতম দাবি জানানোর অবস্থা নেই।"
সাধারণ মেয়েদের পক্ষ থেকে আরও বলা হয়- "এই প্রথমবার নয়। আরজি কর নিয়ে যতবার দিনহাটার নারীরা পথে নামতে চেয়েছে ততবারই বাধা দেওয়া হয়েছে। ১৪ অগাস্ট রাতে তাঁদের জমায়েতের জায়গায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর যতবার দিনহাটার নারীরা পথ নামতে চেয়েছে ততবার বাধা দেওয়া হয়। পরবর্তীতে দিনহাটায় নারীরা ও ছাত্র-ছাত্রীরা মিছিল করতে গেলে তৃণমূলের গুন্ডাবাহিনী সেখানেও বিশৃঙ্খলা করে এবং এক প্রতিবাদীকে মারধোর করে।' সাথে আরও অভিযোগ, "প্রত্যেকটি ঘটনার সাক্ষী পুলিশ থাকলেও তাঁরা রীতিমতো ঠুঁটো জগন্নাথ হয়েছিল।"
অপরদিকে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থক দের দাবি সাধারণ মেয়েদের নাম করে কিছু মেয়ে বিজেপি ও বামেদের হয়ে মিলিতভাবে শান্ত দিনহাটা অশান্ত করার চেষ্টা করছে। তৃণমূলের মহিলা কর্মীদের আরো দাবি যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে পৃথক কেন, আমরাও তো মিছিল করছি তাহলে একসাথে হাঁটতে সমস্যা কোথায়। কিন্তু তারা সেটা করবে না কারণ তাদের উদ্দেশ্য অশান্তি ছড়ানো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊