আদালতের হস্তক্ষেপে তদন্ত প্রক্রিয়া চালানোর আর্জি জানিয়ে হাইকোর্টে আরজিকরে মৃতার বাবা 


Highcourt

আদালতের হস্তক্ষেপে তদন্ত প্রক্রিয়া চালানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আরজিকরে মৃতার বাবা। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞনমের এজলাসে আরজি কর নিয়ে করা একাধিক জনস্বার্থ মামলা চলছিল সেখানেই হাজির হন মৃতার বাবা। মৃতার বাবা আর্জি জানান, আদালতের হস্তক্ষেপে তাঁর মেয়ের খুনের ঘটনার তদন্ত করা হোক। তার পরই মৃতার পরিবারকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।



এদিন মৃতার পরিবারের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, ‘‘প্রথমে পরিবারের কাছে কেউ এক জন ফোন করে বলেন, আপনাদের মেয়ে অসুস্থ। তার পরে আবার ফোন করে বলা হয়, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু ময়নাতদন্ত তা বলছে না। ঘটনাস্থলে ওই মহিলা চিকিৎসককে এমন অবস্থায় দেখা যায়, সাধারণ ভাবে যে কেউ বলবেন এটা কোনও ভাবেই আত্মহত্যা হতে পারে না।’’ যা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।



এমনকি আইনজীবী আরো আদালতে জানান, খবর পেয়ে মৃতার মা আরজিকরে গেলে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়। পাশাপাশি মামলা সিবিআইকে দেওয়ার প্রসঙ্গ ওঠে। মামলা গুলির একটি ছিল তদন্ত নিরপেক্ষ কোনো সংস্থা দিয়ে করানোর আর্জি। সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর আবেদনও জানানো হয়েছে।