ভারতের লজ্জা! ১৮ মাস অলিম্পিক্স থেকে নির্বাসিত গত বারের সোনাজয়ী তারকা

Promod Bhagat


ভারতের লজ্জা! ১৮ মাস অলিম্পিক্স থেকে নির্বাসিত গত বারের সোনাজয়ী তারকা। টোকিয়ো প্যারালিম্পিক্সে দেশকে সোনা দিয়েছেন ভারতীয় শাটলার প্রমোদ ভগত। আর সেই প্রমোদ ভগত অ্যান্টি-ডোপিং নিয়ম ভেঙেছেন। আর তার জেরেই প্যারিস অলিম্পিক্সে নামতেই পারবেন না এই ভারতীয় শাটলার।

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার তরফে বলা হয়েছে, “এই বছর ১ মার্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালত প্রমোদকে দোষী সাব্যস্ত করে। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার যে অ্যান্টি-ডোপিং নিয়ম রয়েছে তা মানেননি ভারতীয় শাটলার। এক বছরের মধ্যে তিন বার নিয়ম ভেঙেছেন বলেও জানা গিয়েছে।”

শুধু অলিম্পিক্স নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন প্রমোদ। ২০১৫, ২০১৯, ২০২২ এবং এই বছর সিঙ্গলসে সোনা জিতেছিলেন তিনি। ডাবলসেও সোনা ছিল তাঁর। ফলে সেই তারকা খেলোয়াড়কে নিয়ে আশা ছিল ভারতের। কিন্তু নিরাশ হতে হলো।