Domicile Certificate: জাল ডোমেসিয়াল সার্টিফিকেট দিয়ে চাকরি ! প্রতিবাদে বাংলা পক্ষ

protest rally
জলপাইগুড়িতে বাংলা পক্ষের প্রতিবাদ মিছিল



রেজিস্ট্রি দফতর এবং দালাল দের যোগসাযোগ, নকল ডোমেসিয়াল সার্টিফিকেট (Domicile Certificate) নিয়ে উত্তরের ভূমিপুত্রদের বঞ্চিত করার বিরুদ্ধে জেলা শাসকের দফতরে বিক্ষোভ।

অভিযোগ, দীর্ঘ সময়ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠেছে নকল ডোমিসিয়াল সার্টিফিকেট (Domicile Certificate) জমা করে প্রকৃত এস সি, এস টি, ভূমিপূত্রদের বঞ্চিত করে উত্তর প্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্যের ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ৯ হাজার শূন্য পদে চাকরি পেয়ে যাচ্ছে।

যা নিয়ে বাংলা পক্ষের করা কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আদালত সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন। এবার নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পথে নেমে সোচ্চার হলো বাংলা পক্ষ সংগঠন।

শুক্রবার, এস এস সি ও জি ডি পদের চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্য সরকারের রেজিস্ট্রি অফিস এবং দালালদের মিলিত এই নকল ডোমেসিয়াল সার্টিফিকেট (Domicile Certificate) প্রদান চক্র বন্ধের দাবিতে শহরের বুকে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

এই প্রসঙ্গে বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলা কমিটির অন্যতম সদস্য জয়ন্ত সান্যাল বলেন, রেজিস্ট্রি অফিস এবং কিছু দালালের জন্য আজ উত্তরবঙ্গের প্রকৃত ভূমি পুত্ররা এস সি, এস টি, সংরক্ষণের মধ্যে থেকেও নিজেদের সরকারী চাকরীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজ এরই প্রতিবাদে আমাদের বিক্ষোভ ।