ভারতীয় বোলারদের দাপট, ২৩০ রান করলো শ্রীলঙ্কা

Ind vs Sri



ভারতীয় বোলারদের দাপট, ২৩০ রান করলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট টিম। টি২০ সিরিজ জয়ের পর আজ থেকে শুরু হয়েছে ওডিআই সিরিজ। রোহিতের নেতৃত্বে আজ একদিনের ক্রিকেটে নেমেছে টিম ইন্ডিয়া। 


এদিন প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান তোলে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ও দুনিত হাফ সেঞ্চুরি করলেও ভারতীয় বোলারদের সামনে তেমন টিকতে পারেনি ফারনান্দো-মেন্ডিসরা। হাসরাঙা এদিন ২৪ রান করেন। অর্শদীপ ও অক্ষর ২টি করে উইকেট তোলে। একটি করে উইকেট তোলে দুবে, সিরাজ, কুলদীপ, সুন্দর। গিল বোলিং করলেও উইকেট পাননি। 


ভারতের সামনে ২৩১ রানের টার্গেট। টি২০ সিরিজ সূর্যের কাঁধে থাকলেও ওয়ানডের নেতৃত্বে রোহিত শর্মা। টি২০ সিরিজে শ্রীলঙ্কা হোয়াইট ওয়াশ করেছে সূর্যের ভারত। এখন দেখার ওয়ানডেতে কি হয়।