Latest News

6/recent/ticker-posts

Ad Code

RG Kar Case: এবার পলিগ্রাফি টেস্টের পথে CBI, সামনে এলো ময়না তদন্তের হার হিম করা তথ্য

RG Kar Case: এবার পলিগ্রাফি টেস্টের পথে CBI, সামনে এলো ময়না তদন্তের হার হিম করা তথ্য

r g kar



আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিল সিবিআই। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দারস্থও হন। নিয়ম অনুসারে, আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়। সেই প্রক্রিয়া শুরু করল সিবিআই।

এদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি বলে সিবিআই সূত্রে খবর। আর সেই কারণেই তাঁরও পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে পারে সিবিআই। এখনও বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে প্রথমে বৈঠক করবে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারপরেই পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিবিআই সূত্রে এমনটাই খবর।

অপরদিকে আর জি করের মৃত তরুণী চিৎসক যে গণধর্ষণের শিকার হয়েছিলেন আগেই আন্দাজ করা হয়েছিল। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে তা আরও স্পষ্ট হয়েছে। সংবাদ প্রতিদিন সূত্রে জানা গিয়েছে, ময়না তদন্তে পরিষ্কার বলা হয়েছে, তাঁকে গলা টিপে, নাক-মুখ চেপে ধরে খুন করা হয়। ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায়, এমন নৃশংস কাজ করতে গেলে একাধিক ব্যক্তির প্রয়োজন। কারও একার পক্ষে একইসঙ্গে গলা টিপে, নাকমুখ চেপে ধরে খুন করা সম্ভব নয়। প্রশ্ন একটাই, খুনের আগেই কি তাঁকে ধর্ষণ করা হয়েছিল? নাকি, খুনের পর ধর্ষণ করা হয়? ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায়, তা নির্ভর করবে পারিপাশ্বিক পরিস্থিতির উপর। মৃত্যুর আগে অথবা পরে তরুণীকে নির্যাতন করা হয়েছিল। গণধর্ষণও চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code