Independence Day: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি মালদা কলেজের দুই এন এস এস ভলান্টিয়ার
সংবাদ একলব্য, মালদা:
মালদা কলেজের এন এস এস ইউনিটের সাফল্যে যুক্ত হলো এক নতুন পালক। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবছর গোটা দেশ থেকে এন এস এস ভলান্টিয়াররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে দিল্লির লালকেল্লায়। পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১৬ জন ভলান্টিয়ার সুযোগ পেয়েছে এই অনুষ্ঠানে যোগদান করার। তারমধ্যে দুইজন মোহ: আমন আলি এবং সুপর্না মন্ডল মালদা কলেজের এন এস এস ইউনিটের স্বেচ্ছাসেবক। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক থেকে এই আমন্ত্রন পেয়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সমগ্র কলেজ জুড়ে।
কলেজের অধ্যক্ষ ড: মানস কুমার বৈদ্য বলেন, "এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমন ও সুপর্না এন এস এস-এর ভলান্টিয়ার হিসাবে সমাজ ও পরিবেশকে স্বার্থহীন যে পরিষেবা দিয়েছে তার স্বীকৃতি পেলো। ওদের এই সাফল্য কলেজের নবাগত শিক্ষার্থীদের এন এস এস-এ যুক্ত হতে উৎসাহিত করবে।"
কলেজের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপক মিঠুন রায় জানান, "স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অমৃত বাটিকা তৈরি করার উপদেশ দিয়েছিলেন। আমরা আমাদের কলেজের ভেতরে ৭৫ টি চারাগাছ ( আমলকী, বহেরা ও হরিতকি) রোপন করে ত্রিফলা বাগান তৈরি করি এবং ভলান্টিয়ারদের নিয়মিত পরিচর্যায় এখন গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। আমাদের সাবমিট করা রিপোর্টের পরিপ্রেক্ষিতেই দুই ভলান্টিয়ার বিশেষ অতিথি হিসাবে স্বাধীনতা দিবসে লালকেল্লায় যাবে।"
আমন্ত্রণ পেয়ে আত্মহারা ভলান্টিয়ার আমন জানায়, এতদিন দূরদর্শনের পর্দায় স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন দেখতাম। এবার সামনা সামনি দেখতে পাবো- তাই ভীষণ আনন্দিত আমি। অপর ভলান্টিয়ার সুপর্না মন্ডল বলে- এটা ভেবেই খুব ভালো লাগছে যে, জীবনে প্রথমবার দিল্লি যাচ্ছি তাও আবার প্রধানমন্ত্রীর অতিথি রূপে স্বাধীনতা দিবসে লালকেল্লায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊