Today Earthquake: সাতসকালে উত্তরে ভূ-কম্পন, চরম আতঙ্ক



প্রতীকী ছবি 



৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরের জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ সিকিম। একদিকে ধ্বস তার উপর ভূ-কম্পন । আতঙ্কে পাহাড়।


শুক্রবার ৬: ৫৭ মিনিটে সিকিমে উৎপত্তি হওয়া ৪.৪ ভূমিকম্পে কেঁপে উঠলো জলপাইগুড়ি সহ উত্তরের প্রায় সব কয়টি জেলা সহ নেপাল, ভুটান, বাংলাদেশ।


কেন্দ্রিয় সিসমোলজি দফতর সুত্রে জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যের তা দং থেকে ২৯ কিলোমিটার দুরে, যে কারনে সমগ্র সিকিম জুড়েই তীব্র কম্পন অনুভূত হয়েছে।


তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায় নি। তবে বর্ষা শুরুর পর থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলেছে। ভয়ঙ্কর বৃষ্টির তাণ্ডব দেখেছে পড়শি রাজ্য সিকিমও। একটানা বর্ষার জেরে সিকিমের নদীগুলি কানায় কানায় পূর্ণ। বৃষ্টির জেরে পাহাড়ি বেশ কিছু এলাকায় ধস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আজকের ভূ-কম্পন বেশ আতঙ্কের জন্ম দিয়েছে।