রাঙাপানীর কাছে ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির কয়েকটি বগি

Rail Accident


রাঙাপানীর কাছে ফের রেল দুর্ঘটনার, লাইনচ্যুত মালগাড়ির কয়েকটি বগি। বারে বারে শিরোনামে রেল। একের পর এক রেল দুর্ঘটনা। কিছুদিন আগেই এই রাঙাপানি উঠে এসেছিল শিরোনামে। আজ ফের রেল দুর্ঘটনা। জানা যাচ্ছে একটি মাল গাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। 



জানা যাচ্ছে মালগাড়িটি যখন লুপ লাইন থেকে মেন লাইনে আসে তখনই মালগাড়িটির দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেলকর্মী ও রেল পুলিশরা । কিভাবে বগি দুটিকে লাইনে আনা যায় তার প্রচেষ্টা চলছে এমনটাই খবর। 


এক সূত্রে জানা যাচ্ছে মালগাড়িটি তেল নিয়ে বিহারের মুজাফফর পুরে যাবে সে সময়েই এই দুর্ঘটনা। ইতিমধ্যে লাইনচ্যুত বগি দুটিকে সড়ানোর কাজ শুরু হয়েছে। তৎপরতার সাথে কাজ করছে আরপিএফ ও রেল কর্মীরা। 



প্রসঙ্গত কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মাল গাড়ির সংঘর্ষ ঘটে এই এলাকায়। বহু প্রানহানী হয় সেই দুর্ঘটনায়।