Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৬ই আগস্ট খেলা হবে দিবস পালিত হলো, ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৬ই আগস্ট খেলা হবে দিবস পালিত হলো, ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট 

Khela hbe diwas


আজ ১৬ই আগস্ট খেলা হবে দিবস।রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিবসের কথা ঘোষণা করেছিলেন। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে এই শব্দ দুটিকে ব্যবহার করে মূলত যুব সমাজকে মোবাইল ফোন ছেড়ে খেলার মাঠে নিয়ে আসার জন্য এবং খেলার প্রতি আগ্রহী করে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী আজ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু'নম্বর ব্লকের রায়না ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আলমপুর মাধবডিহি ফুটবল খেলার মাঠে খেলা হবে দিবসের আয়োজন করা হয়েছে। খেলা হবে দিবস উপলক্ষে থাকছে খেলাধুলার আয়োজন। সব মিলিয়ে আটটি পঞ্চায়েত থেকে আটটি ফুটবল দল অংশগ্রহণ করেছে এদিনের খেলা হবে দিবসের খেলায়। এ কথা জানিয়েছেন রায়নার বিধায়ক শম্পা ধারা।

এদিনের খেলায় যে দল জয়লাভ করবে এবং যে দল বিজিত হবে দুই দলকেই সুদৃশ্য ট্রফি সহ জার্সি দেওয়া হবে। এছাড়াও থাকছে জয়ী এবং বিজিত দলের জন্য পাঁচ হাজার টাকা এবং ৩০০০ টাকা পুরস্কার। বেস্ট প্লেয়ার বেস্ট গোলদাতা এবং ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ যিনি হবেন তার জন্য থাকছে আলাদা করে পুরস্কার।। এ কথা জানিয়েছেন রায়না ২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা)।

এদিন খেলা হবে দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা রায়না দু নম্বর ব্লকের বিডিও অনিশা যশ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক,সহ-সভাপতি গায়ত্রী কুণ্ডু থেকে শুরু করে আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যুব কল্যাণ দপ্তরের আধিকারিকবৃন্দ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার সহ সকলেই উপস্থিত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code