পেয়েছেন ধর্ষনের হুমকি, কি বললেন মিমি চক্রবর্তী?
Mimi Chakraborty |
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এর মাঝেই সোশাল মিডিয়ায় প্রকাশ্যেই ধর্ষণের হুমকি পেয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রী ইতিমধ্যেই আইনি পথে হেঁটেছেন। এবার এক ভিডিও শেয়ার করে আরও একবার কড়া জবাব দিলেন ‘পুরুষতান্ত্রিক’ সমাজের উদ্দেশে।
মিমির মন্তব্য, “আমাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে বা হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমি জন্মগত নির্ভীক। প্রতিটা মেয়েই তাই। আমাদের লড়াই সেইসমস্ত মানুষগুলোর বিরুদ্ধে যাঁরা আমাদের, মেয়েদের বিরুদ্ধে কথা বলে। যারা নিজেদের আমাদের থেকে শক্তিশালী লিঙ্গের মানুষ বলে ভাবে। নির্লজ্জ। ওদের লজ্জা হওয়া উচিত। ওদের অস্তিত্ব, এমন লালনপালনের জন্যেও লজ্জা হওয়া উচিত।”
নারী নিরাপত্তা, সমাজে নারীদের অবস্থান, স্বাধীনতা নিয়ে যখন লড়াই করছে মহিলারা সেই সময় দাঁড়িয়ে এহেন হুমকির বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছেন মিমি এমনটাই বিভিন্ন সূত্রে খবর। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতার পরিবার সেই টাকা নিতে অস্বীকার করেন। সেই প্রসঙ্গ তুলে মিমির এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি লেখেন, “আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তাহলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।” এমনকি “রেপটা মিমির সাথে হলে খুব ভালো হোতো” এমনটাও লেখা হয়।
এই হুমকির বিরুদ্ধেই আইনি পথে হেঁটেছেন মিমি চক্রবর্তী। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সরব হয়েছিলেন। তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার মিমি চক্রবর্তী।
0 মন্তব্যসমূহ
thanks