বর্ষসেরা ক্রিকেটার রোহিত, সিয়েট রেটিং অ্যাওয়ার্ডে আর কে পেলেন কোন পুরষ্কার?
সারা মরশুমের ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠান সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড ঘিরে মুম্বাইয়ে বসেছে চাঁদের হাট। আর সেই মঞ্চে পুরষ্কৃত হলেন রোহিত শর্মা থেকে মহম্মদ শামি সহ অনেকেই।
এবছর সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে তিন ফর্ম্যাট মিলিয়ে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বর্ষসেরা ওয়ান ডে ব্যাটারের পুরস্কার জেতেন বিরাট কোহলি। বর্ষসেরা ওয়ান ডে বোলার নির্বাচিত হন মহম্মদ শামি। টেস্টে বর্ষসেরা ব্যাটার যশস্বী জসওয়াল। বর্ষসেরা টেস্ট বোলারের পুরস্কার জেতেন রবিচন্দ্রন অশ্বিন।
বর্ষসেরা টি-২০ ব্যাটারের পুরস্কার জেতেন ইংল্যান্ডের ফিল সল্ট। সেরা টি-২০ বোলারের পুরস্কার ওঠে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির হাতে। মেয়েদের ক্ষেত্রে বর্ষসেরা ভারতীয় ব্যাটার স্মৃতি মন্ধনা। সেরা বোলার দীপ্তি শর্মা।
লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয় সদ্য প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে। মেয়েদের টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার জন্য শেফালি বর্মাকে স্বীকৃতি জানানো হয়। ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি মেয়েদের টি-২০ খেলা হরমনপ্রীত কৌরকেও সংবর্ধনা দেওয়া হয়। ক্রীড়া প্রশাসনে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি জানানো হয় জয় শাহকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊