Latest News

6/recent/ticker-posts

Ad Code

রবিবার ডেড লাইন! পুলিশ না পারলে CBI, আরজিকর কাণ্ড নিয়ে ঘোষনা মমতার

রবিবার ডেড লাইন! পুলিশ না পারলে CBI, আরজিকর কাণ্ড নিয়ে ঘোষনা মমতার



আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালেও মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। এর মাঝেই আজ আরজিকর কাণ্ডে মৃত মহিলা ডাক্তারের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



সোমবার আরজি করে নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'যেই জড়িত থাক, তাকে শাস্তি পেতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা ফাঁসির দাবি জানাব। ওখানে সিকিওরিটি ছিল, তাও কী করে এমন ঘটনা ঘটল ভেবে পাচ্ছি না। যে প্রথম পরিবারকে ফোন করেছিল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। রবিবারের মধ্যে মামলার কিনারা না করতে পারলে, সিবিআইকে দিয়ে দেব।"



এরপরেই তিনি কলকাতা পুলিসের প্রশংসা করেন। তিনি বলেন কলকাতা পুলিশ ইস বেস্ট ইন দ্যা ওয়ার্ল্ড । তিনি বলেন, "সিবিআই-এর সাফল্যের হার খুবই কম। যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে"।

আরজিকর কাণ্ডে নি*হতের বাড়িতে গিয়ে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by Sangbad Ekalavya on Monday, August 12, 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code