Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার বামনহাট থেকে পায়ে হেঁটে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন ৪০ ভক্ত

দিনহাটার বামনহাট থেকে পায়ে হেঁটে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন ৪০ ভক্ত

Dinhata news


কোচবিহার জেলার দিনহাটা দুই নং ব্লকের বামনহাট থেকে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন প্রায় 40 জন ভক্ত। জানা যায় দীর্ঘ কুড়ি বৎসর যাবত তারা বামন হাট থেকে পায়ে হেঁটেই জল্পেশ মন্দিরে যান শিবের মাথায় জল ঢালতে। এবছরও তার অন্যথা হয়নি। বামন হাট শিবশক্তি সম্প্রদায়ের উদ্যোগে এই জল্পেশ যাত্রা বলে জানান ভক্তরা। 


এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বামনহাট থেকে পায়ে হেঁটে মাধাইখাল সোমনাথ মন্দিরে পুজো দিয়ে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিন পায়ে হেঁটে যাওয়া ভক্তদের মধ্য থেকে শ্যামল বর্মন জানান দীর্ঘ কুড়ি বছর যাবত তারা পায়ে হেঁটে জল্পেশ মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালছেন তবে তিনি বলেন প্রথমদিকে সেরকম ভক্ত ছিল না তবে আস্তে আস্তে প্রতিবছর সংখ্যাটা বেড়ে চলেছে। তিনি জানান এই মুহূর্তে বামন হাট থেকে ৪০ জন যাত্রা শুরু করলেও রাস্তায় আরো ভক্ত এই পদব্রজে জল্পেশ যাত্রায় অংশ নেবে। 


শ্যামল বর্মন আরো বলেন আজ বৃহস্পতিবার এই যাত্রা শুরু হল সোমবারে তারা জল্পেশ মন্দিরে পৌঁছবেন রাত্রিবেলা করে রাস্তায় কোনো মন্দিরে তারা রাত্রি যাপন করবেন এছাড়াও বলেন তাদের সঙ্গেই রয়েছে রান্না করার জিনিসপত্র। রাস্তায় দাঁড়িয়ে নিরামিষ রান্না করে তারা ক্ষুধা নিবারণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code