১৪ দফা দাবি জানিয়ে দিনহাটা স্টেশনে ডেপুটেশন রেল যাত্রী অ্যাসোসিয়েশন ও নাগরিক মঞ্চের
দিনহাটা কোচবিহার রেল যাত্রী সমিতি ও দিনহাটা নাগরিক মঞ্চে র তরফে দিনহাটা স্টেশনের স্টেশন মাস্টারের নিকট পুনরায় দাবি পত্র জমা করা হল। বামনহাট শিলিগুড়ি প্যাসেঞ্জার (নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড ইত্যাদি হয়ে), আলিপুরদুয়ার জংশন- কামাক্ষ্যা ইন্টারসিটি পুনরায় চালু, মহানন্দা ট্রেন কে বামনহাট অবদি চালু করা ইত্যাদি দাবি সহ মোট ৮ দফা দাবি দেওয়া হয়। নিউ কোচবিহার স্টেশনে ৬ টি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, বামনহাটে নতুন পিট ও সিক লাইন, সাহেবগঞ্জ রেলগেটে আন্ডারপাস চালু ইত্যাদি দাবিও রাখা হয়।
এছাড়াও ব্যাঙ চাতড়া রেলগেট, হড়িন চওড়া রেল গেটে যানজট কমাতে আন্ডারপাস দেওয়া, নিউ কোচবিহারে পিট ও সিক লাইনের কাজ দ্রুত শেষ করা, নতুন একটি এক্সপ্রেস ট্রেন দেওয়া [ধুবড়ী থেকে কলকাতা ভায়া নিউ কোচবিহার, নশীপুর (আজিমগঞ্জ জং- মুর্শিদাবাদ জং) রেল ব্রীজ] ইত্যাদি দাবি ও রাখা হয়।
উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ, যুগ্ম আহ্বায়ক গনেশ চৌধুরী, তাপস বর্মন, জয়ন্ত চ্যাটার্জী, বিশ্বরূপ কর চৌধুরী, নাগরিক মঞ্চের তরফে জয় গোপাল ভৌমিক, প্রসেনজিৎ ভৌমিক ও অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊