বর্ষার মধ্যেও, নিজেদের দাবি আদায়ে, ছাতা মাথায় বিক্ষোভ আলু বাঁচাও সমিতির



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

বর্ষার মধ্যেও, নিজেদের দাবি আদায়ে, ছাতা মাথায় দিয়ে, কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন পূর্ব বর্ধমান জেলা আলু বাঁচাও সমিতি। এদিন তারা জেলাশাসক দপ্তরে ঢুকতে গেলে তাদেরকে বাঁধা দেয় বর্ধমান থানার পুলিশ।বর্ধমান সদর থানার আইসির নেতৃত্বে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‌্যাফও।




বর্ধমান জেলার কৃষকদের দাবি,বর্তমানে আলু চাষীদের কাছে যে নিম্নমানের আলু মজুদ আছে। সেই নিম্নমানের মজুত আলু গুলো বর্ধমান জেলা এবং পশ্চিমবাংলার মানুষ খেতে চায় না।সেই সমস্ত মুজুত আলুগুলো ভিন রাজ্যে পাঠানোর সময়। বাংলার বর্ডারে সেই সমস্ত আলু মজুদ ট্রাকগুলোকে পুলিশ আটকে টাকা নেয় এবং দু-তিন দিন আটকে রাখার ফলে আলু পচে যায়। ফলে তাদের আরো লোকসানের মুখে পড়তে হয়। 


বিক্ষোভকারীদের দাবি নিম্নমানের মজুত আলুগুলো যাতে ভিন রাজ্যে পাঠাবার সময় পুলিশ প্রশাসন কোনোভাবেই তাদেরকে বাঁধা না দেয় এবং যেতে সাহায্য করে ।এই দাবি রেখে আজ বৃষ্টির মধ্যেও জেলা শাসকের সাথে কথা বলার জন্য জেলাশাসক দপ্তরে আসেন, পূর্ব বর্ধমান জেলা আলু চাষি সমিতির সদস্যরা। এদিনের বিক্ষোভ সমাবেশে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় প্রায় ৫০০ আলু চাষিরা উপস্থিত হন।