বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মন্ডল সাধারণ সম্পাদকের
সদ্য লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই বিজেপির সঙ্গ ছেড়ে তৃনমুলে যোগদান পর্ব অব্যাহত । নয় আগস্ট বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের এক নং মন্ডলের সাধারন সম্পাদক শ্রীরাম ডোম বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলো খয়রাশোল ব্লক তৃনমুল দলীয় কার্যালয়ে ।
শ্রীরাম ডোম বলেন "বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না তাই মমতা ব্যানার্জীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান ।" সদ্য তৃনমুলে যোগদানকারী শ্রীরাম ডোমের হাতে তৃণমুলের দলীয় পতাকা তুলে দেন খয়রাশোল ব্লক তৃনমুল কোর কমিটি যুগ্ম আহ্বায়ক শ্যামলকুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে ।
তৃনমূল ব্লক নেতৃত্ব সেখ জয়নাল,ব্লক মহিলা তৃনমুল নেতৃত্ব কেনিজ রাশেদ,সত্যম গোপ প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন। শ্রীরাম ডোম পার্শুন্ডী,বাবুইজোড় ও বড়রা অঞ্চল নিয়ে গঠিত বিজেপির এ মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিল ।ইতিপূর্বে পার্শুন্ডী অঞ্চল বিজেপি সভাপতি অশোক বাউরিও তৃনমুলে যোগদান করেন । তৃনমুলে যোগদানকারী উভয়ের দাবি যে তাদের সাথে ১৫০ টি পরিবার রয়েছে । বিজেপি ছেড়ে একের পর এক তৃণমুলে যোগদান করার প্রেক্ষিতে এলাকায় বিজেপির সংগঠনে ধ্বস নামতে শুরু হয়েছে বলে এলাকায় গুঞ্জন ।
0 মন্তব্যসমূহ
thanks