Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: ইস্তফা দিলেন শেখ হাসিনা, ছাড়লেন দেশ!

Bangladesh: ইস্তফা দিলেন শেখ হাসিনা, ছাড়লেন দেশ!




বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়ে কপ্টারে করে দেশ ছেড়েছেন বলে খবর। ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে কোথায় গিয়েছেন সে নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশে সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। 



সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। এরপরেই তিনি ইস্তফা দিয়েছেন। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এমনকি দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করার সুযোগ দেওয়া হয়নি বলে খবর। কিছু ক্ষণ পরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ সংসদের স্পিকারকে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর।


হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন। কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ভারতে আশ্রয় নিতে পারেন হাসিনা। 


কোটা সংস্কারের আন্দোলনের পর ফের একবার নতুন করে হিংসা ছড়ায় বাংলাদেশে। সেই হিংসা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি ওঠে। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। এর মধ্যেই আজ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code