ডাক বিভাগের GDS পদে পশ্চিমবঙ্গের কোন জেলায় কতটা শূন্যপদ, জানুন বিস্তারিত 

Indian Post GDS



৪৪ হাজার ২২৮ টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। ১৫ই জুলাই থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন। ভারতীয় ডাক বিভাগ (India Post GDS Recruitment) জিডিএস পোস্টে (India Post GDS Recruitment 2024) নিয়োগ ছাড়াও শাখার পোস্টমাস্টার ও সহকারী পোস্টমাস্টার পদেও নিয়োগ করবে।


শিক্ষাগত যোগ্যতা

গ্রামীন ডাক সেবক - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ

পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ

পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ




বয়সসীমা

গ্রামীন ডাক সেবক, পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার ও পোস্টমাস্টার পদে আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।




শুধুমাত্র পশ্চিমবঙ্গে ২৫১৪টি শূন্যপদ রয়েছে। আর এই শূন্যপদ গুলি বিভাগ বা জেলা বিশেষে রয়েছে। কোন জেলায় কতটা শূন্যপদ জানুন বিস্তারিত:

AN Island বিভাগ- ৪৪ টি

আসানসোল বিভাগ – ৫৫ টি

বাঁকুড়া বিভাগ – ১৯০ টি

বারাসাত বিভাগ – ১৬৫ টি

বীরভূম বিভাগ-১০

বীরভূম বিভাগ – ১০২ টি

বারুইপুর বিভাগ – ২২৩ টি

ব্যারাকপুর বিভাগ - ২০ টি

কনটাই বিভাগ – ৮৭ টি

কোচবিহার বিভাগ – ৭৭ টি

উত্তর দিনাজপুর বিভাগ – ৭৭ টি

তমলুক বিভাগ – ১২৯ টি

দক্ষিণ কলকাতা বিভাগ – ৫ টি

সিকিম বিভাগ – ৩৫ টি

RMS Sg বিভাগ ১০ টি

RMS WB বিভাগ – ১০ টি

RMS H বিভাগ – ৩ টি

পুরুলিয়া বিভাগ – ১৩৮ টি

নাদিয়া দক্ষিন বিভাগ – ৪৭ টি

নাদিয়া নর্থ বিভাগ – ১০৮ টি

দার্জিলিং বিভাগ – ২১ টি

হুগলী উত্তর বিভাগ – ৭২ টি

হুগলী দক্ষিন বিভাগ – ৫৫ টি

হাওড়া বিভাগ – ৬০ টি

জলপাইগুড়ি বিভাগ – ৫২ টি

কলকাতা পূর্ব বিভাগ- ১ টি

কলকাতা উত্তর বিভাগ- ২১ টি

কলকাতা RMS বিভাগ – ৬ টি

মালদা বিভাগ – ১২২ টি

মেদিনীপুর বিভাগ – ১৬৮ টি

মুর্শিদাবাদ বিভাগ – ১৯৮ টি