বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট কানেকশনের কেবল বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

electric poll death case
হাসপাতালে মৃত যুবক



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩৫বছর বয়সী কিশোর কুমার রামের। মৃত কিশোর কুমার রাম মিহিজামের মাল পাড়া বাসিন্দা বলে জানা যায়।

জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য বিদ্যুতের খুঁটিতে কেবল বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর কুমার রামের।

মর্মান্তিক এই ঘটনা ঘটে রূপনারায়ণপুর পিঠাকিয়ারি অঞ্চলে। জানা গেছে মিনি সফট নামের একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন কিশোর কুমার রাম। পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালের ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ায় তা মেরামতির কাজ করার জন্য কিশোর ও অন্যান্য কর্মীরা সেখানে জান। কেবল বাঁধার সময় কোনো কারণে মাথার উপরে ২২০ ভোল্টের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে কিশোর কুমার রাম চলে আসেন বলে আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে পিঠাকিয়ারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ হাসপাতালে পৌঁছায়।খবর পেয়ে মিহিজাম থেকে মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন বলে খবর। মৃতদেহটি পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।