চারে চার, বিধানসভা উপনির্বাচনে বিরাট জয় তৃণমূলের 

tmc


উপনির্বাচনের ৪টি বিধানসভায় জয়ী তৃণমূল কংগ্রেস। একটিতেও জিতলো না বিজেপি। আর এই ফলাফলের ফলাফলের পর রাজ্য বিধানসভায় আরও ক্ষমতা বাড়ল তৃণমূলের। এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৩টি আসনে জয়ী হয়। বিজেপি জয়ী হয় ৭৭টি আসনে। ISF-এর নৌশাদ সিদ্দিকি এবং নির্দল প্রার্থী একটি করে আসন পান। ২০২১ সালের নির্বাচনে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে ওই দুই আসনে জয়ী হলে তৃণমূলের আসন বেড়ে ২১৫ হয়।

আজ মানিকতলা, বাগদা, রায়গঞ্জ ও রানাঘাটে ছিল বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষনা। আর ফল ঘোষনার শুরু হওয়ার পর থেকেই স্পষ্ট হচ্ছিল জয় ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর শেষমেষ তাইই হল। চার কেন্দ্রের চারটিতেই দখল নিল তৃণমূল।

মানিকতলায় ৬২ হাজারের বেশি ভোটে জিতেছে তৃণমূল। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ওই কেন্দ্রের বিধায়ক হতে চলেছেন। রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর জয়ের ব্যবধান ৩৯,০৪৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ কুমার বিশ্বাস । 

Madhuparna Thakur

চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মধুপর্না। 
Krishna Kalayani



লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল। তিনি হেরে গিয়েছেন বিজেপির কার্তিক পালের কাছে। এর পর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁকেই টিকিট দেয় শাসকদল। এ বার তিনি জিতলেন।