ইসির মিটিং ঘিরে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সাংবাদিক বৈঠক করে কি জানালেন উপাচার্য
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইসির মিটিং ঘিরে বিক্ষোভ দেখায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মী ও বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। ইসির মিটিং ঘিরে বিরোধিতা করতে থাকে তারা। সেই সংক্রান্ত বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইসির মিটিং সংক্রান্ত বিষয় নিয়ে রাজবাটি ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলন করে জানালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র।
এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মীর প্রমোশন আটকে রয়েছে। সেই কর্মীদের প্রমোশন দেওয়ার ব্যাপারে ইসির মিটিং জরুরী ছিল তাই মিটিং ডাকা হয়েছিল। এছাড়া তিনি জানান পূর্বতন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা একটি সংস্থাকে বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার সংক্রান্ত বিষয় নিয়ে চুক্তি করেছিলেন। সেই চুক্তির অর্থ না মিটানোর কারণেই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে। এরকম নানান সমস্যার জন্যই ইসির মিটিং জরুরি ছিল তাই তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন।
কিন্তু সঠিক সময়ে ইসি মিটিং না হওয়ায় সমস্যা পরতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে। পাশাপাশি হুগলী জেলার সংশোধনাগার বিচারাধীন অর্ণব দাস পিএইচডি করতে চেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। সেই আবেদনের সহ মত পোষন করেন হুগলী জেলা সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট।সেই নিয়েও অনেক মত বিমত দেখা দেয়।বলে জানান উপাচার্য।
0 মন্তব্যসমূহ
thanks