Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল! আজব কান্ডে হতবাক গ্রাহক

গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল! আজব কান্ডে হতবাক গ্রাহক 

Gas Cylinder

গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায় । স্থানীয় গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন । সকাল বেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ডেলিভারি ম্যান ভীমপুরের তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসে । পরে দেখা যায় তার বাড়ির গ্যাস জ্বলছে না । তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছল ছল করছে । এরপর মুখে পেরেক দিতেই বেরিয়ে আসে হর হর করে জল। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক । 


তরুণ বাবু সাথে সাথে ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন । তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পাল্টে দেন । ইন্ডিয়ান অয়েল এর গ্যাসের কর্মীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কিভাবে জল আমরা বলতে পারব না । বিষয়টি তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন। 


প্রশ্ন উঠেছে এখানে,এমনিতেই গ্যাসের দাম আগুন তার ওপরে সিলিন্ডারে জল থাকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code