Budget 2024: বাজেট ঘোষনার পর কিসের দাম কমছে? বাড়ছেই বা কিসে?

Price hike diagram


Budget 2024: আজ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে তৃতীয় বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেটে একাধিক জিনিসের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে কর। কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের উপর।




দাম কমলো যেসকল জিনিসের

ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত তিনটি ওষুধ শুল্কমুক্ত করা হয়েছে। ফলে ক্যানসারের ওই সব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের ওপর ১৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। ফলে দাম কমবে বলেই মনে করা হচ্ছে এই সকল জিনিসের।

মঙ্গলবার নির্মলা জানিয়েছেন, সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে। ফলে কমবে দাম।

প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। ফলে প্ল্যাটিনামের দামও কমতে পারে।

চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে। সেগুলির দামও কমতে পারে।

নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নেবেন সরকার। এছাড়াও আরও ২৫টই ধাতু থেকে তুলে নেওয়া হবে কর।

সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার।

সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে।



দাম বাড়লো যেসব জিনিসের

টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এত দিন ১০ শতাংশ কর নেওয়া হত। এ বার থেকে ১৫ শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া, অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র।