শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার দুই মহিলা, যদিও ফাঁসানোর দাবি

Durgapur


দুর্গাপুর : 

কালো কাপড় ঢাকা দিয়ে শিশু অপহরণের ২৮ দিনের মাথায় গ্রেপ্তার এক এলাকারই এক নাবালক সহ দুই মহিলা। ফাঁসানো হয়েছে পাল্টা অভিযোগ তোলেন ধৃত মহিলারা। গত জুন মাসের ১৬ তারিখ দুর্গাপুর থানার তিলক মাঠ থেকে এলাকারই ২ বছরের শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ বলে অভিযোগ উঠেছিল। তবে আশ্চর্যজনকভাবে ৪৮ ঘন্টা পর একটি রহস্যময় কালো রঙের গাড়ি তিলক মাঠের সামনে দাঁড়িয়ে ওই শিশুকে নামিয়েই পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করেও কাউকেই ধরতে পারিনি সেই মুহূর্তে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ। 


তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশীরাম এলাকা থেকে এক কিশোর এক মহিলা মমতা কুজুর এবং তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামের আরও এক মহিলাকে গ্রেপ্তার করে। অপহরণের মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কিশোরকে ও আসানসোলের জুভেনাইল আদালতে তোলা হয়।



ধৃত দুই মহিলার অভিযোগ, আমরা দেখতে গিয়েছিলাম। ওই ঘটনার সাথে আমরা যুক্তই না তবুও আমাদেরকে বিনা কারণে গ্রেফতার করা হলো।