দহনে ভস্মীভূত কাপিস্টা অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়

TMC office



রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেল গঙ্গাজলঘাটির কাপিস্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। জানা যায়, গতকাল রাতে কাপিস্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবগ্রাম দলীয় কার্যালযয়ে কেউ বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। যার জেরে তৃণমূলের নবগ্রাম দলীয় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। 


স্থানীয় অঞ্চল সভাপতি প্রভাস মহন্ত এই ঘটনার দায় বিজেপি এবং সিপিএম এর ওপর ছাপিয়েছেন। তিনি বলেন, সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। কাপিষ্ঠা একটি শান্ত জায়গা এটাকে তারা অশান্ত করার চেষ্টা করছে।


অপরদিকে প্রভাস বাবুর দাবিকে উড়িয়ে দিয়ে অগ্নিসংযোগের ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দকেই দায়ী করেছেন, বিজেপির গঙ্গাজলঘাটির সদর মন্ডলের সভাপতি রাজীব তেওয়ারি ।

তিনি বলেন, তৃণমূল একটি তোলামূল দল এদের গোষ্ঠীদ্বন্দ্ব আজ রাস্তায় নেমে এসেছে ,তাই এই ঘটনা ঘটেছে।


বাঁকুড়া থেকে রঞ্জিত ঘোষ এর রিপোর্ট সংবাদ একলব্য