Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs PAK, WCL 2024 Final: ফের পাকিস্তান বধ ভারতের, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জয়

IND vs PAK, WCL 2024 Final: ফের পাকিস্তান বধ ভারতের, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জয়



শুক্রবার লেজেন্ডস লিগের সেমিফাইনালে ভারত উড়িয়ে দেয় অস্ট্রেলিয়াকে। আর পাকিস্তান হারায় ওয়েস্ট ইন্ডিজকে। আর ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে ছিল বিশ্ব। আর লেজেন্ডস লিগেও ভারতের কাছে হারলো পাকিস্তান। এদিন টস জিতে প্রথম ব্যাটিং নিয়েছে পাকিস্তান।

প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান তোলে পাকিস্তান লেজেন্ডস। কামরন আকমল ২৪, শার্জিল ১২, মকসুদ ২১, সোয়েব মালিক ৪১, মিসবাহ করে ১৮ ও তানভির করে ১৯। ৬ উইকেট হারায় পাকিস্তান। অনুরীত সিং একাই তিনটি উইকেট নেন। ইরফান পাঠান, নেগি ও বিনয় কুমার একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও, অম্বাতি রায়ডু হাল ধরে ভালো জায়গায় নিয়ে যায় দলকে। তিনি ২৯ বলে হাফসেঞ্চুরি হাঁকান। গুরকিরাত ৩৪, যুবরাজ ১৫, ইউসুফ পাঠান ৩০ রান তোলেন। ৫ বল বাকি থাকতেই লক্ষ্য অতিক্রম করে লেজেন্ডস লিগ চ্যাম্পিয়ন হয় ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code