মাঠে বসে ঢ্যাঁড়স বিক্রি করেছেন জেলা পরিষদের সভাধিপতি!

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

মাঠে বসে জমির ঢ্যাঁড়স বিক্রি করেছেন সভাধিপতি।যা দেখে অবাক পথ চলতি সাধন মানুষ।কি খবর টা শুনে আপনিও অবাক হচ্ছেন তো? না অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তব।

বর্ধমান সাংস্কৃতিক লোকও মঞ্চের সামনে সিধু কানু, স্ট্যাচুর ফাঁকা মাঠে সবজির পসরা সাজিয়ে বসেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসন। সেখানেই আলু কুমড়ো পটল ঝিঙের ঢেঁড়স বিক্রি করছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার।এছাড়াও সঙ্গে ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার সহ প্রশাসনের আধিকারিকরা।

কেন এই সবজি বিক্রি করছেন সরকারি আধিকারিকরা। সাম্প্রতিক বাজারে গিয়ে দেখা যায় আলু পটল উচ্ছে ঝিঙ্গা আদা রসুন পেঁয়াজ সহ সবজি বাজারের সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। অত্যাধিক দাম বৃদ্ধির কারণে নাজেহাল হয়ে পড়ছেন রাজ্যের মানুষজন। জেলায় জেলায় এই খবর সম্প্রচার হয় সংবাদ মাধ্যমে।এই খবর শোনা মাত্রই নড়েচড়ে বসলেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন বাজারের সবজির দাম কমাবার।এবং টাস্ক ফোসকে নির্দেশ দেন বাজারের সবজির দাম তদন্ত করতে। সেই মতো রাজ্যের প্রতিটি বাজারে বাজারে সবজির দাম তদন্ত করেন ট্রাস্ট ফোর্স কমিটি। রিপোর্ট যায় রাজ্য সরকারের কাছে।

রিপোর্ট পাওয়ার পরেই বাজারের সবজির দাম কমানোর নির্দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চের সামনে সিধু কানু মাঠে প্রশাসনের পক্ষ থেকে বসানো হলো সবজি বাজার। এই সবজি বাজারে সবজি বিক্রি করছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিনের সবজি বাজারে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলাশাসক কে রাধিকা আইয়ার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এই বাজার প্রাথমিক ভাবে সাত দিনের বলে জানান জেলাশাসক।