Supreme Court: কেন্দ্রের আপত্তি খারিজ, CBI-র বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিমকোর্ট
জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআই-এর হস্তক্ষেপের অভিযোগ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। আর সেই মামলার গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্র। ২০১৮ সালে রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ প্রত্যাহার করলেও সিবিআই সেই ক্ষেত্রে এফআইআর দায়ের করে সিবিআই।
আদালত জানিয়েছে, ২০১৮ সালে রাজ্য সরকার যেখানে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল, সেক্ষেত্রে রাজ্যের অনুমতি ছাড়া সেখানে গিয়ে এফআইআর দায়েরের অনুমতি নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কেন্দ্রীয় সরকারই সিবিআই-কে পরিচালনা করছে বলে শীর্ষ আদালতে অভিযোগ জানায় রাজ্য সরকার।
আজ শুনানি চলাকালীন আদালত জানায়, রাজ্য সম্মতি তুলে নেওয়ার পর সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তদন্ত শুরু করেছে, তাতে DSPE আইনের অনুচ্ছেদ ৬ লঙ্ঘিত হওয়ার প্রশ্ন জড়িয়ে রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ অগাস্ট।
0 মন্তব্যসমূহ
thanks