SSC Case: সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল SSC মামলার শুনানি

ssc case


SSC Case: সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল SSC মামলার শুনানি। আজ ছিল এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি। সেই মামলায় আরও তিন সপ্তাহ সময় মিলল আজ। 



সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে, তাঁরা এই মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য জানবে আগে। দু’ সপ্তাহের মধ্যেই সেই বক্তব্য জানাতে হবে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে মামলা তাঁদের বক্তব্য জানাতে হবে। মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে অর্থাৎ অগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে।  



সুপ্রিম কোর্ট জানাল, চাকরি বাতিলের মামলায় পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে। এই পাঁচ পক্ষ হল— ১) রাজ্য ২) এসএসসি ৩) মূল মামলকারী ৪) চাকরিহারা এবং ৫) সিবিআই। এ ছাড়া অন্য কোনও পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিত ভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে। তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই। এমনটাই জানিয়েছে আদালত।  



মঙ্গলবার মামলার শুনানির শুরুতেই আদালতে রাজ্য হলফনামা জমা করার ইচ্ছা প্রকাশ করে। দু’পক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলে সুপ্রিম কোর্ট। এরপরেই আগামী দুই সপ্তাহের মধ্যে সব পক্ষের কথা শুনতে চাওয়ার কথা জানায় শীর্ষ আদালত। 


রাজ্যের নোডাল কাউন্সিল হিসাবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। অন্য পক্ষেরও নোডাল কাউন্সিল নিয়োগ করা হবে। ওই নোডাল কাউন্সিলের কাছে এ বিষয়ে একটি নির্দিষ্ট বক্তব্য জানাতে হবে। এমনটাই জানা গেছে।