Primary School:  প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবার শুরু হতে যাচ্ছে পঞ্চম শ্রেণি

primary school students

প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু করার ব্যাপারে ২০১৯ সালেই উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। কিন্তু করোনা মহামারীর ফলে পিছিয়ে যায় সেই পরিকল্পনা। এবার ফের একবার সেই পথেই উদ্যোগী হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।

২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ৫ শ্রেণির পঠন পাঠন শুরুর জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করলো রাজ্য শিক্ষা দপ্তর। সেই পরিকল্পনা মতো এবার প্রাথমিকের পরিকাঠামো, শিক্ষক, পড়ুয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে নির্দেশিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর।

দফতর সূত্রের খবর, ওই নির্দেশিকা অনুযায়ী জেলার যে সব প্রাথমিক স্কুলে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে, সে সব স্কুলের ক্লাস রুমের সংখ্যা, শিক্ষক–শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সংখ্যা জরুরি ভিত্তিতে জমা দেওয়ার কথা বলা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর।



তবে আপাতত প্রতিটি ব্লকে বা পৌর এলাকায় ১০ টি করে প্রাথমিক বিদ্যালয়েই শুরু হবে পঞ্চম শ্রেণির পঠন পাঠন। শিক্ষা দপ্তর সূত্রে খবর আপাতত পরীক্ষামূলক ভাবে এই পাঠদান শুরু হলেও আগামীতে সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতেই পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হতে চলেছে।


শিক্ষা দফতরের কমিশনারের নির্দেশিকা পেয়ে ইতিমধ্যে জেলার অবর বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে প্রাথমিক স্কুলগুলির তথ্য সংগ্রহ শুরু হয়েছে।