দীর্ঘদিনের দাবী পূরণ, খড়ুই মোড় থেকে টিকরবেতা পর্যন্ত নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হল!

Road Construction


বহু অপেক্ষা আর আবেদন-নিবেদনের পর দীর্ঘদিনের দাবী পূরণ হল। অবশেষে ঘড়ুই মোড় থেকে টিকরবেতা পর্যন্ত ৪ কিমি রাস্তার কংক্রীট নির্মাণ কাজ শুরু হয়েছে। পথ চলতি সাধারণ মানুষ থেকে যানবাহন, স্কুলের ছাত্র-ছাত্রীরা এই রাস্তায় দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এতদিন চলাফেরা করতো। 


উল্লেখ্য, জয়দেব মোড় থেকে বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলি পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য। বেশিরভাগ সময়ে দুর্ভোগের মুখে পড়তে হতো যাত্রীদের। অবশেষে বীরভূম জেলা পরিষদ কংক্রিট রাস্তা নির্মাণ করার অনুমোদন দেয়। তবে আপাতত এই রাস্তাটির অর্ধেক অর্থাৎ চার কিলোমিটার নির্মাণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। সেই অনুমোদিত রাস্তাটির আজ থেকে পুনঃনির্মাণ করার কাজ শুরু হয়েছে। 


এই মর্মে বোলপুর মহকুমা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দীর্ঘ চার মাস ধরে রাস্তা নির্মাণের জন্য এই পথে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কংক্রিট রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালক ও স্কুল ছাত্র ছাত্রীরা খুশি ব্যক্ত করেন।