দীর্ঘ ৪৬ বছর পর অবশেষে খুলে গেলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা
![]() |
পুরীর জগন্নাথ দেবের মন্দির |
আমাদের দেশ ভারতবর্ষ যা রহস্যে ভরা, এই দেশের সভ্যতা যত পুরানো প্রায় ততটাই পুরানো এই দেশের মন্দিরগুলো। হাজার হাজার বছর ধরে এই মন্দির গুলো নিজেদের মধ্যে অনেক অজানা তথ্য ও রহস্য লুকিয়ে রেখেছে। ভারতে উপস্থিত এমন কোন মন্দির নেই যে যাকে ঘিরে রহস্য, বৈজ্ঞানিক হোক বা সাধারণ মানুষের চর্চার বিষয় হয়ে ওঠে নি।
ভারতে এমন অনেক প্রাচীন মন্দির রয়েছে যেখানে লুকিয়ে আছে বহু রহস্য। পুরির জগন্নাথ মন্দিরও সেই গুলির মধ্যে অন্যতম। এই মন্দির কে নিয়ে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা শুনলে সত্যিই আপনি চমকে উঠবেন।
পুরীর জগন্নাথ দেবের মন্দীরের এমনি এক রহস্য হলও গুপ্তধনের চাবীর রহস্য। এই মন্দিরের বার্ষিক আয় প্রায় ৫০ কোটির কাছাকাছি। যেখানে মন্দিরের সম্পত্তি ২৫০ কোটি বা তারও বেশি। স্থানীয় লোকজনের মতে মন্দিরের উচ্চতা যত ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ। যা অর্থ ও জহরতে পরিপূর্ন। কথিত আছে এই গুপ্তধনের পাহাড়া দিচ্ছে বিশালাকৃতির বিষাক্ত সাপ।
তবে এবার কল্পকথার অবসান হলো। দীর্ঘ ৪৬ বছর অপেক্ষার অবসান হলো আজ। অবশেষে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Mandir) রত্ন ভাণ্ডারের (Ratna Bhandar) দরজা।
আজ, রবিবার বেলা ১ টা বেজে ২৮ মিনিটে খোলা হয় এই রত্ন ভাণ্ডারের দরজা। শুভ তিথি মেনেই এই সময় নির্ধারণ করে হয়েছিল। নির্ধারিত সময়েই খোলা হয় রত্ন ভাণ্ডারের দরজা। রত্ন ভাণ্ডারের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে যায় ৬ টি সিন্দুক। এরপর রত্ন ভাণ্ডারের দরজা খোলার পর তার ভিতর ঘুরে দেখবে বিশেষ বিশেষজ্ঞ দল।
রত্ন ভাণ্ডারের দরজা খোলার সুখবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। কী রয়েছে এই রত্ন ভাণ্ডারের ভিতরে রা খতিয়ে দেখা হচ্ছে। আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যেও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊