শুধুমাত্র মৌখিক আশ্বাসে PhD-তে ভর্তি প্রক্রিয়া শুরু‌ হলো মাওবাদী অর্ণব দামের

Arnab dam


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সোমবার তার কাউন্সিলিং হলো বর্ধমান বিশ্ববিদ্যালয় । এই মর্মে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শনিবার। প্রত্যেক হেড লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়াল মেল করা হয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, এখনও পর্যন্ত মাও নেতা অর্ণব দামের বিষয়ে কোনো মেল বা চিঠি আমাদের কাছে এসে পৌঁছনি। মৌখিক আশ্বাসে পিএইচডি বিষয়ে তার কোনো সমস্যা হবে না। কারা কর্তৃপক্ষ সমস্ত রকম সহযোগিতা করবে। এমনকি তার সিকিউরিটি ব্যবস্থাও করবে। এমনই আমার কাছে ফোন আসে। তাই ভর্তি প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে।

উপাচার্যকে এ বিষয়ে জানতে চাওয়া হয় কার ফোন পেয়েছেন তিনি? তিনি জানান, সাংসদ পরিচয় দিয়ে কুনাল ঘোষ তাকে ফোন করেন এবং তিনি জানান তিনি কারা দপ্তর এবং অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলেছেন এবং খুব শীঘ্রই আজকালের মধ্যে ওই চিঠি বিশ্ববিদ্যালয়ের হাতে পৌঁছে যাবে তাই মৌখিক আশ্বাসে অর্ণব দামের ভর্তি জট কাটলো।

তিনি আরো বলেন বিভিন্ন সংবাদমাধ্যমে কারা মন্ত্রী বলেছেন যে, চিঠিপত্র বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই পৌঁছে যাবে।