North Bengal Weather Forecast: গরমে হাঁসফাঁস উত্তরবঙ্গে বৃষ্টি হবে কবে? কী জানালো আবহাওয়া দপ্তর ?

North Bengal Weather Forecast


North Bengal Weather Forecast: গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গের একাধিক জেলায়। মালদা থেকে কোচবিহার সর্বত্র ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। সেইসাথে বৃষ্টির দেখা না মিললে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখোমুখিও হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এখন একটাই প্রশ্ন, বৃষ্টি হবে কবে? কী জানালো আবহাওয়া দপ্তর ?

আজ সন্ধায় কলকাতা আবহাওয়ার অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে খুশির খবর। আজ থেকেই ভিজতে চলেছে উত্তরের জেলাগুলি।

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর এবং মালদায় ২৬ জুলাই থেকে ২ রা আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।